কুমিল্লা-২ সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সিইসিকে স্মারকলিপি প্রদান

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২০:৫৫

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস): কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসন বহাল রাখার দাবিতে আজ নাগরিক সমাজের পক্ষ থেকে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

হোমনা ও মেঘনা থেকে কয়েক হাজার লোক আজ সকাল ১০টার মধ্যে নির্বাচন কমিশন অফিসের সামনে সমবেত হতে থাকে। বেলা ১১টার মধ্যে নির্বাচন কমিশন অফিসের সামনের রাস্তা কানায়-কানায় পূর্ণ হয়ে যায়। স্মারকলিপি প্রদানের পূর্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নাগরিক সমাজের আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হোমনা-মেঘনার মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, মেঘনা উপজেলার সঙ্গে দাউদকান্দি উপজেলার সড়ক পথে কোন যোগাযোগ নেই। নদী পথে কাঁঠালিয়া ও গোমতী নদী অতিক্রম করে দেড় ঘন্টার পথ পেরিয়ে দাউদকান্দি যেতে হয়। অথবা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা হয়ে দাউদকান্দি যেতে হয়। 

হোমনা-মেঘনা নির্বাচনী এলাকার জনগণ একই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। দাউদকান্দি উপজেলা থেকে তিতাস উপজেলা সৃষ্টি। তাই দাউদকান্দির সঙ্গে তিতাস, কুমিল্লা- ১ ও হোমনার সঙ্গে মেঘনা-কুমিল্লা-২ বর্তমান যে অবস্থায় আছে সেভাবেই বহাল রাখতে হবে।

মোজাম্মেল হক মুকুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মহিউদ্দিন আহমেদ, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আ. অদুদ মুন্সী, হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০