সংসদীয় আসনের সীমানার খসড়া দ্রুত প্রকাশের দাবি 

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২০:৫৯
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস): সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত খসড়া দ্রুত প্রকাশের জন্য নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থী ও এলাকাবাসীরা। 

আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠককালে তারা এ দাবি জানান। 

সিইসি’র সঙ্গে বৈঠক শেষে বিএনপির সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘১৯৮৬ থেকে ২০০১ পর্যন্ত যেভাবে নির্বাচনী আসন ছিল, আপনারা সেভাবে পুনর্বহাল করেন- এটা আমাদের সার্বজনীন দাবি। আমরা কমিশনের কাছে খসড়া তালিকা প্রকাশের জন্য আবেদন করেছি। নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে, তারা কাজ করছে।

আমরা বিশ্বাস করি আমাদের আশা পূরণ হবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, ‘২০০১ সালে যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে আমরা আসন ভিত্তিক নির্বাচনে অংশ গ্রহণ করেছিলাম, এবারও ঠিক সেভাবে এলাকা ভিত্তিক আসনগুলো যেন পুনর্বিন্যাস করা হয়। এ ব্যাপারে সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবের সাথে কথা বলেছি। তারাও আশ্বস্ত করেছেন যে, অনৈতিকভাবে আসন বণ্টন হবে না, জনগণের চাহিদা মোতাবেক আসন বিন্যাস করা হবে।’

এদিকে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনটি আগের মতোই রাখার দাবিতে বুধবার নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেছে এলাকার নাগরিকরা। 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, এর আগে গত ১৯ জুন সপ্তম কমিশন সভায় সময়ের অভাবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি অমিমাংসিত রয়ে যায়। আগামী সপ্তাহে এ বিষয়ে একটি কমিশন বৈঠক হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০