পটুয়াখালীর পায়রাকুঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:৪৫

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : পটুয়াখালীর পায়রাকুঞ্জে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৫৪ পিস ইয়াবা এবং ১টি দেশীয় অস্ত্রসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার ভোররাত ৩টায় কোস্ট গার্ড স্টেশনের পটুয়াখালীর পায়রাকুঞ্জ ব্রিজ প্রজেক্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরো বলেন, অভিযান চলাকালীন ওই এলাকায় জনৈক মো. শাহিন হাওলাদারের (৩৪) গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে আভিযানিক দল ওই ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৭৭ হাজার টাকা মূল্যের ১৫৪ পিস ইয়াবাসহ আটক করে। 

হারুন-অর-রশীদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী দুপুর ৩টায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে  ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার পিস ইয়াবা ও ১টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে, বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। 

তিনি বলেন, মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০