হিলি সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২০:২১
ভারতে অনুপ্রবেশ করা দুই বাংলাদেশি নাগরিককে আটক করে হিলি সীমান্তে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ছবি: বাসস

দিনাজপুর, ২৮ জুন, ২০২৫ (বাসস) : ভারতে অনুপ্রবেশ করা দুই বাংলাদেশি নাগরিককে আটক করে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক দু'জন বাংলাদেশি সীমান্ত পাড়ি দিয়ে কাজের সন্ধানে ভারতের কলকাতায় অবস্থান করছিলেন।

আজ শনিবার বিকেলে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের হিলি স্টেশন এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। 

হস্তান্তর করা দুই বাংলাদেশি হলেন, দিনাজপুর সদর এলাকার শহিদুল ইসলামের পুত্র সুমন (২২) ও ঢাকার সাভার উপজেলার ইব্রাহিম দুলালের পুত্র  আল আমিন (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক।

তিনি বলেন, 'উল্লিখিত দু'জন হিলি ও বেনাপোল সীমান্ত দিয়ে দুই বছর আগে কাজের সন্ধানে ভারতের কলকাতায় যান। তারা দু'জন অবৈধ ভাবে বসবাস করে আসছিল। গত ২৬ জুন রাতে তাদের আটক করে বিএসএফ।  আজ 

শনিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ।

আজ সন্ধ্যায়  তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 
তুরাগ থেকে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতিকে গ্রেফতার
১০