চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:১৩
ট্রাক চাপায় বাপ্পি (২৭) নামে অটোরিকশা চালকের মৃত্যু। ছবি:বাসস

চাঁদপুর, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় ট্রাক চাপায় বাপ্পি (২৭) নামে অটোরিকশা চালকের মৃত্যু  হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে  সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাপ্পি সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের রুহুল আমিন খানের পুত্র। 

স্থানীয় বাসিন্দা অমল বারৈ জানান, সিএনজি চালিত অটোরিকশার চালক বাপ্পী শহরের বাবুরহাট থেকে মতলবের দিকে খালি অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এসময় রালদিয়া নামক স্থানে গেলে রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রীর সাথে ধাক্কা লেগে অটোরিকশাটি সড়কে উল্টে যায়। এতে চালক সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ দুর্ঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ব্রিজের সংযোগ সড়কের সংস্কার কাজে ব্যবহৃত ইট সড়কের উপর রাখায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। তাই মর্মান্তিক দুর্ঘটনার জন্য ঠিকাদারের গাফলতিকে দায়ী করছেন সবাই। 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ অটোরিকশা চালকের মরদেহ থানায় নিয়ে এসেছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতি ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ম্যাখোঁর
কূটনীতি ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ম্যাখোঁর
ফেনীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সাতক্ষীরায় ফার্মেসি মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 
উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করা হবে:  কিম 
কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার
সারাদেশের জলাশয় রক্ষায় কাজ করে যাব: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৪ সালে রেকর্ড ৩৮৩ সাহায্য কর্মী নিহত : জাতিসংঘ
মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতার দায়িত্ব নিলেন তারেক রহমান
১০