চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:১৩
ট্রাক চাপায় বাপ্পি (২৭) নামে অটোরিকশা চালকের মৃত্যু। ছবি:বাসস

চাঁদপুর, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় ট্রাক চাপায় বাপ্পি (২৭) নামে অটোরিকশা চালকের মৃত্যু  হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে  সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাপ্পি সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের রুহুল আমিন খানের পুত্র। 

স্থানীয় বাসিন্দা অমল বারৈ জানান, সিএনজি চালিত অটোরিকশার চালক বাপ্পী শহরের বাবুরহাট থেকে মতলবের দিকে খালি অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এসময় রালদিয়া নামক স্থানে গেলে রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রীর সাথে ধাক্কা লেগে অটোরিকশাটি সড়কে উল্টে যায়। এতে চালক সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ দুর্ঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ব্রিজের সংযোগ সড়কের সংস্কার কাজে ব্যবহৃত ইট সড়কের উপর রাখায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। তাই মর্মান্তিক দুর্ঘটনার জন্য ঠিকাদারের গাফলতিকে দায়ী করছেন সবাই। 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ অটোরিকশা চালকের মরদেহ থানায় নিয়ে এসেছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০