চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:১৩
ট্রাক চাপায় বাপ্পি (২৭) নামে অটোরিকশা চালকের মৃত্যু। ছবি:বাসস

চাঁদপুর, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় ট্রাক চাপায় বাপ্পি (২৭) নামে অটোরিকশা চালকের মৃত্যু  হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে  সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাপ্পি সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের রুহুল আমিন খানের পুত্র। 

স্থানীয় বাসিন্দা অমল বারৈ জানান, সিএনজি চালিত অটোরিকশার চালক বাপ্পী শহরের বাবুরহাট থেকে মতলবের দিকে খালি অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এসময় রালদিয়া নামক স্থানে গেলে রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রীর সাথে ধাক্কা লেগে অটোরিকশাটি সড়কে উল্টে যায়। এতে চালক সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ দুর্ঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ব্রিজের সংযোগ সড়কের সংস্কার কাজে ব্যবহৃত ইট সড়কের উপর রাখায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। তাই মর্মান্তিক দুর্ঘটনার জন্য ঠিকাদারের গাফলতিকে দায়ী করছেন সবাই। 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ অটোরিকশা চালকের মরদেহ থানায় নিয়ে এসেছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
১০