ফ্যাসিস্ট হাসিনা দেশের সঙ্গীত অঙ্গন ধ্বংস করেছে: আসাদুল হাবিব দুলু

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২০:৫১
সাবেক মন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু শুক্রবার রাতে রংপুর সঙ্গীত শিল্পীকল্যাণ ফাউন্ডেশনের যুগপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

রংপুর, ২৮ জুন, ২০২৫ ( বাসস) : সাবেক মন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা তার শাসনামলে  দেশের সঙ্গীত অঙ্গন ধ্বংস করে দিয়েছে। এই অঙ্গনকেও তিনি দলীয়করণ করেছেন। জাতীয় সংসদের মত পবিত্র জায়গাতেও সংগীত অনুষ্ঠান করতে বাধ্য করা হয়েছে। 

দেশের শিল্পীদের মধ্যে বিভক্তি তার দ্বারাই হয়েছে। শিল্পীরাও গান ছেড়ে রাজনীতির মঞ্চে নেমেছিল।

শুক্রবার রাতে রংপুর সঙ্গীত শিল্পীকল্যাণ ফাউন্ডেশনের যুগপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রংপুরের দু’জন প্রবীণ আব্দুল গফুর সরকার ও তমাল কান্তি লাহিড়িকে শিল্পী সম্মাননা প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অঞ্চল ভিত্তিক সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হবে। হারিয়ে যাওয়া সংগীতগুলো অনুসন্ধান করে বের করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, জেলা কালচারাল অফিসার কে এম আরিফউজ্জামান। 

সভাপতিত্ব করেন রংপুর সঙ্গীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ আলী সম্রাট। স্বাগত বক্তব্য রাখেন মকসুদার রহমান মুকুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 
তুরাগ থেকে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতিকে গ্রেফতার
১০