আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার অস্তিত্ব নেই : সালাহউদ্দিন 

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২৩:৫১
ছবি : বাসস

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ভোটদান ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ নয়।

আজ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জিয়াউর রহমান - যুদ্ধক্ষেত্র থেকে রাষ্ট্রপ্রধান’ শীর্ষক স্মারক প্রকাশনা এবং সংরক্ষণাগার উন্মোচন অনুষ্ঠানের পর সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে প্রচলিত নয়, কারণ এটি আমাদের ইতিহাসে বিদ্যমান ছিল না। এই ব্যবস্থাটি আমাদের ভোটদান ব্যবস্থার সাথে কখনই মেলে না কারণ এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন পদ্ধতি। এই ব্যবস্থা আমাদের দেশে প্রযোজ্য নয়। দেশের যেখানেই এটি আংশিকভাবে প্রয়োগ করা হয়েছে, সেখানে অনেক জটিলতা দেখা দিয়েছে।’ 
 
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ঐকমত্য কমিশনের মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে এবং এই ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আমরা এখনও কোনও ঐক্যমতে পৌঁছাতে পারিনি।’ 

‘আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার অধীনে নির্বাচনের দাবিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করে সালাহউদ্দিন বলেন, ‘যারা আনুপাতিক প্রতিনিধিত্বে নির্বাচনের পক্ষে কথা বলছেন তাদের একটি এজেন্ডা আছে কারণ তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান। তাদের উদ্দেশ্য হয় জাতীয় নির্বাচন বিলম্বিত করা অথবা দেশে নির্বাচন ঠেকানো।’

তিনি বলেন, ‘এখন, কেউ কেউ পিআর ব্যবস্থাকে রাজনৈতিক দাবি হিসেবে উত্থাপন করতে পারে, যা তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু, এটি সকলের উপর চাপিয়ে  দেওয়ার কোনও মানে হয় না।’ 

সালাহউদ্দিন বলেন, ‘আমরা, বাংলাদেশের জনগণ, ঐক্যবদ্ধ। গণতন্ত্রপন্থী জনগণ স্থানীয়  সরকার নির্বাচনের জন্য নয়, বরং আমরা দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ জাতীয় নির্বাচনের জন্য লড়াই করেছি। আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অসংখ্য প্রাণ বিসর্জন দিয়েছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা কামনা করে।’

তিনি বলেন, যদি ভোটের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তারা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 
তুরাগ থেকে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতিকে গ্রেফতার
১০