পল্টনে ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি : তিনজন রিমান্ডে

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৮:৫৪

ঢাকা, ২৯ জুন ২০২৫ (বাসস) : রাজধানীর পল্টনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক কারবারির গুলিতে লালবাগ গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার তিন জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডকৃতরা হলেন-বাপ্পী,আবু খালিদ সাইফুল্লাহ ও কামরুল হাসান।

আজ তাদের ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য,  ১৯ জুন দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীত পাশে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে একটি দল মাদক কারবারিদের গাড়ি গতিরোধ করে। এ সময় মাদক কারবারিরা গাড়ি থামিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে এবং কনস্টেবল সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে।পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় ঐ দিনই ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিঠুন উদ্দিন খান বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 
তুরাগ থেকে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতিকে গ্রেফতার
১০