মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনের বিরুদ্ধে মামলার পরামর্শ আদালতের

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৪১

ঢাকা, ৫ জুলাই,  ২০২৫ (বাসস) : ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পরামর্শ দিয়েছে ঢাকার একটি আদালত।

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন হলেন-নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম  ও জাহিদ আহমেদ।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এসময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন রিমান্ড আবেদন গ্রহণ না করে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে রিমান্ড আবেদন করার জন্য পরামর্শ প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছলে তাদেরকে মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত থাকার সন্দেহে আটক করেন পুলিশ। এরপর এ্যান্টি টেররিজম ইউনিট এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল বাতেন (তদন্তকারী কর্মকর্তা) আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। পরের দিন শুক্রবার তাদের ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এরপর তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে এম মিসবাহ উর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান
সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
১০