মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনের বিরুদ্ধে মামলার পরামর্শ আদালতের

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৪১

ঢাকা, ৫ জুলাই,  ২০২৫ (বাসস) : ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পরামর্শ দিয়েছে ঢাকার একটি আদালত।

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন হলেন-নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম  ও জাহিদ আহমেদ।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এসময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন রিমান্ড আবেদন গ্রহণ না করে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে রিমান্ড আবেদন করার জন্য পরামর্শ প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছলে তাদেরকে মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত থাকার সন্দেহে আটক করেন পুলিশ। এরপর এ্যান্টি টেররিজম ইউনিট এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল বাতেন (তদন্তকারী কর্মকর্তা) আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। পরের দিন শুক্রবার তাদের ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এরপর তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে এম মিসবাহ উর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০