মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনের বিরুদ্ধে মামলার পরামর্শ আদালতের

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৪১

ঢাকা, ৫ জুলাই,  ২০২৫ (বাসস) : ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পরামর্শ দিয়েছে ঢাকার একটি আদালত।

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন হলেন-নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম  ও জাহিদ আহমেদ।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এসময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন রিমান্ড আবেদন গ্রহণ না করে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে রিমান্ড আবেদন করার জন্য পরামর্শ প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছলে তাদেরকে মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত থাকার সন্দেহে আটক করেন পুলিশ। এরপর এ্যান্টি টেররিজম ইউনিট এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল বাতেন (তদন্তকারী কর্মকর্তা) আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। পরের দিন শুক্রবার তাদের ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এরপর তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে এম মিসবাহ উর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষকদের মর্যাদাসম্পন্ন বেতন কাঠামোসহ ১২ দফা দাবি জানিয়েছে ইউট্যাব
প্রবীণদের ইস্যুগুলোকে সংস্কারে অন্তর্ভুক্ত করা হবে : পরিকল্পনা উপদেষ্টা
ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,৪৩৭টি মামলা
নরসিংদীতে মাদকসহ একজন আটক
রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
শেরপুরে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় কায়রোতে আলোচকরা আসছেন
মুন্সীগঞ্জে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার
১০