দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৪:২৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগ গঠন শুনানির সময় সম্রাটের আইনজীবী সময়ের আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন এবং আগামী ১৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ আদেশ দেন। শুনানির দিন সম্রাট আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।

ঢাকা বিশেষ জজ আদালত-৬-এর পেশকার জাহিদুর রহমান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে গ্রেফতার করা হয়। ওই সময় সারাদেশে চলছিল ক্যাসিনোবিরোধী অভিযান।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। তখন অভিযোগ করা হয়, তিনি ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

পরের বছর, ২০২০ সালের ২৬ নভেম্বর এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। সেখানে সম্রাটের বিরুদ্ধে মোট ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সম্রাট ২০২২ সালের ২২ আগস্ট জামিনে মুক্তি পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিশর গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে : হামাস
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পিরোজপুরে জেলা বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মিউনিখ বিমানবন্দর ফের চালু
কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪
গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় বসতে প্রস্তুত হামাস
কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বিদেশিরা, প্রয়োজন আরো প্লট   
কর্মী সংকটে মাদারীপুরে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইএইচটি
ট্রাম্পের আহ্বানেও থামছে না গাজায় ইসরাইলি হামলা
মরক্কোতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ করছে জেন জি 
১০