দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৪:২৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগ গঠন শুনানির সময় সম্রাটের আইনজীবী সময়ের আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন এবং আগামী ১৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ আদেশ দেন। শুনানির দিন সম্রাট আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।

ঢাকা বিশেষ জজ আদালত-৬-এর পেশকার জাহিদুর রহমান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে গ্রেফতার করা হয়। ওই সময় সারাদেশে চলছিল ক্যাসিনোবিরোধী অভিযান।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। তখন অভিযোগ করা হয়, তিনি ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

পরের বছর, ২০২০ সালের ২৬ নভেম্বর এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। সেখানে সম্রাটের বিরুদ্ধে মোট ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সম্রাট ২০২২ সালের ২২ আগস্ট জামিনে মুক্তি পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০