আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:৩৪
আসাদুজ্জামান নূর । ফাইল ছবি

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) :  সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী ২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, আসাদুজ্জামান নূর বৈধ উৎস থেকে ২৩ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার ৯২৭ টাকা আয়ের বিপরীতে ২৯ কোটি ১ লাখ ৫৯ হাজার ১১৭ টাকার সম্পদ অর্জন করেন। এতে জ্ঞাত আয়ের সাথে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার অসঙ্গতি পাওয়া গেছে।

এছাড়াও তার নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার আর্থিক লেনদেনের নির্দেশ করে। এসব লেনদেনকে কমিশন সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে।

অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০