তামাক শিল্পের প্রভাবমুক্ত নীতি নির্ধারণের আহ্বান জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ 

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২২:২৩

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জনস্বাস্থ্য রক্ষায় নীতি নির্ধারণ প্রক্রিয়াকে তামাক শিল্পের প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘ডব্লিউএইচও’র তামাক নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (এফসিটিসি) ৫.৩ অনুচ্ছেদ অনুযায়ী তামাক শিল্পের বাণিজ্যিক স্বার্থ ও জনস্বার্থ কখনও এক হতে পারে না। সরকারকে অবশ্যই তামাক শিল্পের প্রভাবমুক্ত থেকে জনস্বাস্থ্য বান্ধব নীতি প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’

আজ রাজধানীর একটি হোটেলে ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে ‘ডব্লিউএইচও এফসিটিসি বাস্তবায়ন এবং ৫.৩ অনুচ্ছেদ অনুযায়ী সরকারের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ এসব কথা বলেন। 

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘তামাক কোম্পানিগুলোর তথাকথিত করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম আসলে তাদের পণ্যের প্রচার ও নীতিনির্ধারকদের প্রভাবিত করার কৌশল।’

তিনি বলেন, এফসিটিসির উদ্দেশ্য হলো তামাক ব্যবহারের হার কমানো, জনস্বাস্থ্য সুরক্ষা, তামাকজাত পণ্যের উৎপাদন, বিপণন ও ভোগ নিয়ন্ত্রণ এবং সরকারি নীতিতে তামাক শিল্পের হস্তক্ষেপ প্রতিরোধ করা।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি-টোবাকো অ্যালায়েন্সের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ঢাকা আহছানিয়া মিশনের সহসভাপতি ডা. মোহাম্মদ খলিলুল্লাহ, একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম।

আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং-এর সমন্বয়কারী মারজানা মুনতাহা এবং ফোরামের অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, তামাক কোম্পানির সঙ্গে সরকারি কর্মকর্তাদের যেকোনো যোগাযোগ জনসমক্ষে উন্মুক্ত রাখতে হবে।

তারা জোর দিয়ে বলেন, আইন সংস্কারের প্রক্রিয়ায় তামাক শিল্পের স্বার্থ নয়, বরং জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং তাদের মতামত নেওয়ার জন্য তামাক শিল্পের সঙ্গে কোনো ধরনের পরামর্শ সভা করা উচিত নয়।

আলোচকরা বিএনপির আগামী নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণকে গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে শুরু পাকিস্তানের
নাটোরে সেবাধর্মী হিসেবে লালপুর থানার কার্যক্রম শুরু
গাজায় মার্কিন-সমর্থিত সহায়তা কেন্দ্র মৃত্যু ফাঁদ : হিউম্যান রাইটস ওয়াচ
জিম্বাবুয়েকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ফাইনালে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পুনর্নির্ধারিত শুল্কের হার রফতানি খাতের জন্য সন্তোষজনক : আমীর খসরু
১৫ শতাংশ শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা : আসিফ নজরুল
ফিরে দেখা ২ আগস্ট: রংপুরে আন্দোলনে শিক্ষক-অভিভাবকদের সংহতি
ট্রাম্পের শুল্কনীতি: কী পরিবর্তন, কারা ক্ষতিগ্রস্ত
ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোর দেশে ফিরেছে
শহীদের আত্মত্যাগ আগামী দিনের দেশ গড়ার প্রেরণা : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০