আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে শুরু পাকিস্তানের

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৯:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ আগস্ট ২০২৫ (বাসস) : সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল।

আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান ১৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ৩৮ বলে ৫৭ রান করার পাশাপাশি ২ উইকেট নেন আইয়ুব।

ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১৪ রানে আউট হন শাহিবজাদা ফারহান।

দ্বিতীয় উইকেটে ৫১ বলে ৮১ রান যোগ করেন আরেক ওপেনার আইয়ুব ও ফখর জামান। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন আইয়ুব।

ফখর ২৮ রানে বিদায়ের পর হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ২৪ রান। শেষ দিকে অধিনায়ক সালমান আগার ১১ ও ফাহিম আশরাফের ১৫ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান পায় পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ৩ উইকেট নেন।

জবাবে ৬৭ বলে ৭২ রানের সূচনা করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জনসন চালর্স ও জুয়েল অ্যান্ড্রু। এরপর ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ক্যারিবীয়রা। এসময় ৩৫ রান করে করেন চার্লস ও জুয়েল।

ব্যাটিং ধ্বসের পর দলের আশা বাঁচয়ে রাখেন জেসন হোল্ডার ও শামার। অষ্টম উইকেটে তাদের ২৩ বলে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতেও হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রানে শেষ হয় ক্যারিবীয় ইনিংস। ম্যাচ সেরা হন  আইয়ুব।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৩ আগস্ট সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি অধ্যাপক জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে পৌঁছেছে
জুলাই অভ্যুত্থানে খুবি অনলাইন প্ল্যাটর্ফমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ : রিজভী
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-৬
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দেশবাসীর দোয়া কামনা
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার
১০