ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আনোয়ার হোসেন ওরফে আনা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ শনিবার দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি চৌকস দল স্বপ্ন সুপার শপের সামনের সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি নীল রঙের টয়োটা প্রভোক্স গাড়ি তল্লাশি করে চালক আনোয়ারের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আনোয়ারের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে আনোয়ার কক্সবাজার থেকে ইয়াবা এনে উত্তরা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।