গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কিত রিকশা র‌্যালি আগামীকাল

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০০:২৯

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : গণঅভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতি অঙ্কিত বিশেষ বর্ণিল সাজে সজ্জিত ৩ শ’ রিকশার বর্ণাঢ্য রিকশা র‌্যালি অনুষ্ঠিত হবে আগামীকাল।

রোববার শিল্পকলা একাডেমির আয়োজনে বিকাল ৩টায় এ সব রিকশা একযোগে একাডেমির সামনে থেকে মগবাজার-হাতিরঝিল-মধুবাগ প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথম ধাপে সকাল ১০টায় রাজধানীর ছয়টি স্থান থেকে ৫০টি করে রিকশা র‌্যালি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে মিলিত হবে।

এরমধ্যে মতিঝিল (জনতা ব্যাংকের হেড অফিস) ৫০টি রিকশা প্রেসক্লাব হয়ে একাডেমিতে, জিপিও থেকে ৫০টি রিকশা প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলার, কমলাপুর (মতিঝিল আইডিয়াল স্কুল) থেকে ৫০ টি রিকশা কাকরাইল-মৎস্য ভবন হয়ে বাংলা একাডেমিতে, রামপুরা (মধুবাগ ব্রিজ) থেকে ৫০টি রিকশা) হাতিরঝিল-মগবাজার হয়ে শিল্পকলা, কারওয়ান বাজার থেকে ৫০টি রিকশা বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং খিলগাঁও (জোড়পুকুর) থেকে রাজারবাগ-শান্তিনগর-কাকরাইল হয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশ করবে। 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে টি শার্ট, ক্যাপ, পতাকা ব্যান্ড, বাংলাঢোল, প্লেকার্ড, রিকশা পেইন্টিং গ্রাফিতিসহ বর্ণিল সাজে রিকশাগুলো সাজানো হবে।

আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জুলাই শহীদ সোহেলের জননী রহিমা বেগম।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান ও শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

এ ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন উদ্বোধনী আয়োজনের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪, ২ আগস্ট : সিলেটে গণমিছিলে পুলিশের হামলা, ছাত্র-জনতার প্রতিরোধ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া সমাপ্ত, প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হবে
চাঁদপুরে তিনজন জুলাই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ২০৯
করোনায় আরও ২ জন আক্রান্ত
গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কিত রিকশা র‌্যালি আগামীকাল
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : শারমীন মুরশিদ
সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষার্থীদের প্রতি বিমানবাহিনীর শ্রদ্ধা
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
১০