৩৬ জুলাই’র অর্জনকে ধরে রাখতে হবে: ডিএসসিসি প্রশাসক

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ২০:৫৪
ছবি : ডিএসসিসি ফেসবুক পেইজ

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আজ মঙ্গলবার জুলাই র‌্যালি, বৃক্ষরোপণ, বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করে।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। র‌্যালিটি নগর ভবন থেকে শুরু হয়ে বঙ্গবাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়। পরে তিনি তিনটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।

আলোচনা সভায় প্রশাসক বলেন, ‘৩৬ শে জুলাই বিশ্বের অন্য কোনো ক্যালেন্ডারে নেই, কেবল আমাদের আছে, এই অর্জনকে ধরে রাখতে হবে।’ তিনি জুলাই গণ-অভ্যুত্থানের পর সৃষ্ট নাগরিক প্রত্যাশা পূরণে জুলাইয়ের চেতনা ধারণ করে নাগরিক সেবা প্রদানে ডিএসসিসির সকল কর্মকর্তা-কর্মচারীকে আহ্বান জানান।

এসময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ডিএসসিসি কর্তৃক প্রকাশিত ‘অগ্নিঝরা জুলাই, অতঃপর... নাগরিক প্রত্যাশা ও প্রাপ্তির ১ বছর’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
‘পানিভিত্তিক অর্থনীতি’ গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা
সেরা ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
 জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণী
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটা গোষ্ঠী উন্মুখ হয়ে আছে : প্রধান উপদেষ্টা
জেনেভায় প্লাস্টিক দূষণবিরোধী চুক্তির আলোচনা শুরু
পিবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
১০