চাঁদপুর, ৮ আগস্ট, ২০২৫ (বাসস): চাঁদপুরের মতলব উত্তরের বিস্ময়বালক সোহানের চোখধাঁধানো ফুটবল দক্ষতা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে মুগ্ধ হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে সঙ্গেই দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাফ জয়ী সাবেক অধিনায়ক আমিনুল হককে সোহানের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।
তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার আমিনুল হক মতলবে গিয়ে সোহান ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সোহানের লেখাপড়া ও খেলাধুলার সব দায়িত্ব নেন।
এসময় সোহানের পরিবারের হাতে তাৎক্ষণিক আর্থিক অনুদান এবং সোহানের জন্য স্পোর্টস সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে প্রতি মাসে পরিবারটির খোঁজখবর রাখা ও সহায়তার ঘোষণাও দেওয়া হয়। সেসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাব-এর আহ্বায়ক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
ফুটবল প্রতিভা সোহানের বিকাশে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছেন আমিনুল হক। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সোহানের মত প্রতিভাবানরাই একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব হয়ে উঠবে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।