মাদারীপুরে ১৫ আগস্ট ৩ যুবলীগ কর্মী হত্যার মিথ্যা ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১১:৪৩
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : মাদারীপুরে গত ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করায় সন্ত্রাসীরা প্রকাশ্যে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে মিথ্যা ভিডিও ইন্টারনেটে ছড়ানোর বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মাদারীপুরে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করায় তিন যুবলীগ কর্মী হত্যার দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি পুরনো।।

বাংলাফ্যাক্ট জানায়, মাদারীপুরে গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় সন্ত্রাসীরা প্রকাশ্যে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, পুলিশের পোশাক পরা তিনজনের উপস্থিতিতে দুটি ভ্যানে করে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যানের পেছনে বেশ কয়েকজন হেঁটে যাচ্ছিল।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি ১৫ আগস্টের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ৮ মার্চ মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার দখল এবং আধিপত্য বিস্তারের জেরে আপন দুই ভাই এবং তাদের এক চাচাতো ভাইকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। এটি সেই ঘটনার দৃশ্য।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ৮ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দুই ভাইকে কুপিয়ে হত্যা করে এবং বাড়িঘরে আগুন দেয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় আরও চারজন আহত হন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তখন দুজনকে আটক করে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে চলতি বছরের ৮ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়িতে ৮ মার্চ বালুর ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দুই ভাই ও তাদের চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করেন। নিহত তিন ভাই হলেন আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫), সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুল (৩০) এবং তাঁদের চাচাতো ভাই পলাশ সরদার। সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে মাদারীপুরে গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। 

বাংলাফ্যাক্ট জানায়, ভিন্ন ঘটনার পুরনো ভিডিওকে গত ১৫ আগস্ট মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় সন্ত্রাসীরা প্রকশ্যে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে, যা মিথ্যা।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
১০