বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক আলিমের মৃত্যুবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৩:৫৮
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলিম উদ্দিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়। ছবি: বাসস

রংপুর, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ এবং রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের (আরএসএসপি) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলিম উদ্দিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে।

এ উপলক্ষে রাতে শহরের টাউন হল প্রাঙ্গণে আরএসএসপি কার্যালয়ে “শ্রদ্ধায় স্মরণ” শীর্ষক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএসএসপি’র সভাপতি ড. নাসিমা আক্তার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহ আলম “মোহাম্মদ আলিম উদ্দিন : আশার পথের পথিক” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. মফিজুল ইসলাম মান্টু, আরএসএসপি’র সাবেক সভাপতি হাসনা হেনা বেগম রোজি ও স্বাত্তিক শাহ আল মারুফ, বাংলা একাডেমির সহকারী পরিচালক আবিদ করিম মুন্না, লেখক জাকির আহমেদ এবং নারী অধিকারকর্মী মঞ্জুশ্রী সাহা অধ্যাপক আলিম উদ্দিনের জীবন, কর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন।

এসময় অধ্যাপক আলিম উদ্দিনের স্মৃতিচারণ করেন কবি ও লেখক মাহবুবা আরা বেগম লীনা, শাহানা পারভীন বিথি, নোমান ফেরদৌস, তাপস কুমার রায়, হাসনাইন রাব্বি, নীল রতন সরকার এবং নিশাত নিগার করবী।

আরএসএসপি’র উপদেষ্টা ও লেখক অ্যাডভোকেট মাসুম হাসান, আজীবন সদস্য খন্দকার মাহফুজার রহমান, লুৎফর রহমান সাজু, আতাউল করিম আতুল এবং সরকার বাবলু অধ্যাপক আলিম উদ্দিনকে উৎসর্গ করে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

অধ্যাপক মোহাম্মদ আলিম উদ্দিনের লেখা কবিতা আবৃত্তি করেন কবি নীরেশ মুখার্জি, মেহেদী মাসুদ, পূর্ণিমা রাজ এবং মেসবাউর রহমান।

শেষে কবি খন্দকার মাহফুজার রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: দুলু
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
১০