অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৬:৪১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ আগস্ট ২০২৫ (বাসস) : গোড়ালির ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন রাবাদা। সিরিজে ৩ ম্যাচ খেলে ৫ উইকেট নেন তিনি। 

ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন গোড়ালিতে অস্বস্তিবোধ করায় স্ক্যান করা হয় রাবাদার। রিপোর্টে তার গোড়ালিতে চোট ধরা পড়ে। 

কেয়ার্নসে সিরিজের প্রথম ম্যাচ শুরুর এক ঘন্টা আগে রাবাদার ছিটকে যাবার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

সিএসএ আরও জানায়, অস্ট্রেলিয়াতে থেকেই দক্ষিণ আফ্রিকার মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন রাবাদা। 

রাবাদা না থাকলেও দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সামলাবেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিদি ও কিউনা মাফাকা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন কর্বিন বশ ও ওয়াইন মুল্ডার। স্পিন বিভাগে থাকছেন কেশব মহারাজ, প্রেনেলান সুব্রায়েন ও সেনুরান মুথুসামি। 

য়ানডের আগে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, আইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিউনা মাফাকা, লুহান-ডি প্রিটোরিয়াস, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০