চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলার নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাজিরহাট মেডিকেল) গেট সংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে নানা অনিয়ম ধরা পড়ে। এ সময় আরজু ফার্মেসি, রহমানিয়া ড্রাগ ফার্মেসি, বিসমিল্লাহ ঔষধ বিতান ও শহীদ মেডিসিন হলসহ মোট পাঁচটি ফার্মেসিকে জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ৪৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে তিনি জানান।’
অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও নাজিরহাট পৌরসভার একটি টিম সহায়তা করেন।