যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৬:১৮

ঢাকা, ১৯ আগস্ট ২০২৫ (বাসস) : লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ এ চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। 

মঙ্গলবার বিকেলে লন্ডনের সেভেন কিংস পার্কে অনুষ্ঠিত ফাইনালে ময়মনসিংহ গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে কুমিল্লা ওয়ারিয়র্স বিজয়ী হয়।

টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। 

আয়োজকরা জানান, মরহুম আরাফাত কোকো ছিলেন একজন ক্রিড়া সংগঠক। তাঁর নেতৃত্বেই বাংলাদেশের ক্রিকেট বিশ্ব অঙ্গনে এগিয়ে যায়। তাঁর স্মৃতি ধরে রাখতেই গত ১০ বছর ধরেই এই আয়োজন করা হচ্ছে। 

খেলায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শরফরাজ আহেমদ শরফুর, ফারুক হোসাইন, ফজলে রহমান পিনাক, আরিফুল ইসলাম উজ্জ্বল, শেখ সাদেক, তুহিন মোল্লা, ডালিয়া বিনতে লাকুরিয়া, জাহাঙ্গীর আলম শিমু, আব্দুস সামাদ রাজ, ফাহিদুল আলম (ফরহাদ), শফিউল আলম মুরাদ, কামরুজ্জামান চৌধুরী, কাজল জালানী, ফয়সাল আহমেদ, দিপু আহমেদ, রানা তালুদার, মাসুদুল আলম, কাজী ফয়সাল, আতিক আহমেদসহ অন্যান্যরা।

বাসস/নীহা/১৬২৬/নীহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০