পোশাক শিল্পে টেকসই উন্নয়নে বিজিএমইএ’র দৃঢ় অঙ্গীকার

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২০:২০

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। 

জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেড এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া আয়োজিত এক গুরুত্বপূর্ণ মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপ মিটিংয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) অংশগ্রহণ করে এ অঙ্গীকার ব্যক্ত করে।
 
বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য গত রোববার ঢাকায় সিক্স সিজন হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিএমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং পরিচালক শেখ হোসেন মুহাম্মদ মুস্তাফিজ। সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বাংলাদেশের পোশাক খাতের টেকসই ভবিষ্যৎ নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন। অন্যদিকে, পরিচালক শেখ হোসেন মুহাম্মদ মুস্তাফিজ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজিএমইএ’র বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

বৈঠকে পোশাক কারখানার প্রতিনিধি, আন্তর্জাতিক ব্র্যান্ড, দাতা সংস্থা এবং পরিষেবা প্রদানকারীরা একত্রিত হয়ে জলবায়ু সংক্রান্ত একটি সাধারণ কর্মপরিকল্পনা নির্ধারণে কাজ করেন। আলোচনায় উঠে আসে, কার্বন নিঃসরণ কমানোর জন্য নীতিমালা প্রণয়ন, অর্থায়ন প্রক্রিয়াসহজ করা এবং সকলের সম্মিলিত দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি।

দলীয় কার্যক্রমের মাধ্যমে অংশীজনরা বিভিন্ন চ্যালেঞ্জ যেমন, নীতিমালার ঘাটতি এবং অর্থায়নের সীমাবদ্ধতা চিহ্নিত করেন। একই সঙ্গে তারা সমন্বিত জলবায়ু লক্ষ্যমাত্রা এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রসারের জন্য কার্যকর সমাধান নিয়েও আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০