জেটেব সহ-সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের পিতার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:৩৫ আপডেট: : ২১ আগস্ট ২০২৫, ১১:৪১

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস): জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কে এম লিয়াকত হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইঞ্জিনিয়ার কে এম লিয়াকত হোসেনের পিতা কে এম সোহরাব হোসেন মাস্টার গতকাল সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘কে এম সোহরাব হোসেন মাস্টারের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’

শোকবার্তায় মহাসচিব সোহরাব হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মহাসচিব বলেন, ‘ধার্মিক, নীতিবান শিক্ষক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি নিকটজনদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি ছিলেন সৎ ও সজ্জন ব্যক্তি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসিব করেন এবং শোকার্ত পরিবারে সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দেন।’

এছাড়া জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমিন আকন্দ পৃথক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় ৪ সেপ্টেম্বর
সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশের খসড়ার অনুমোদন
জামালপুরে ৪০০ কোটি টাকা আত্মসাৎ : সিআইডির মামলা
অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের বৈঠক
হাঁটুর ইনজুরিতে হাভার্টজ
আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি ২৬ আগস্ট
১০