অভিযানে ৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:৩০

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে।

তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যা সরকারের রাজস্ব ক্ষতি কমানোর ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, এবং ঢাকার ডেমরা ও মাতুয়াইল এলাকায় তিনটি ওয়াশিং প্ল্যান্টে বুধবার অভিযান চালান।

এসব প্ল্যান্টে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় মোট ২৭শ’ ঘনফুট লোড বিচ্ছিন্ন করা হয়। একইসাথে, দুটি প্ল্যান্ট থেকে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় এবং সবগুলো সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

একই দিনে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন-এর নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে নারায়ণগঞ্জের বন্দর এলাকার তিনটি রেস্টুরেন্ট থেকে অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, এই অভিযানে কেওডালা এলাকার প্রায় পাঁচশটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার আনুমানিক লোড ছিল ১০, হাজার পাঁচশ ঘনফুট/ঘণ্টা।

সবচেয়ে বড় সাফল্য আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়-এর নেতৃত্বে পরিচালিত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী এলাকার অভিযানে।

এই অভিযানে কালীগঞ্জ ডিআরএস থেকে রূপগঞ্জের বেলদী মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ অবৈধ বিতরণ লাইন স্থায়ীভাবে কর্তন ও ক্যাপ করা হয়।

এর ফলে প্রায় দুই হাজার বাড়ির আনুমানিক ২৫শ’ ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রতি মাসে এক লাখ ৫০ হাজার ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে, যার আর্থিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত
ইসরায়েল ম্যাচের লভ্যাংশ ফিলিস্তিনিদের দিবে নরওয়ে
মাদারীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
বিমানবন্দরে মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার 
মেলবোর্নকে ১৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নওগাঁয় পানি সম্পদ আইন বিষয়ক কর্মশালা
কুমিল্লায় চার মাদক কারবারি গ্রেফতার 
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
১০