ইসরায়েল ম্যাচের লভ্যাংশ ফিলিস্তিনিদের দিবে নরওয়ে

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৪৯ আপডেট: : ২১ আগস্ট ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : নরওয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে তারা গাজার মানবিক দুর্দশার প্রতি "উদাসীন থাকতে পারে না"। এ কারনে ইসরায়েলের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের খেলা থেকে প্রাপ্ত লভ্যাংশ তারা গাজার বিপর্যস্ত মানুষদের সহযোগিতার জন্য দান করতে চায়।

আগামী ১১ অক্টোবর ওসলোতে ইসরায়েলের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে নরওয়ে। 

নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লাইস ক্লাভেনেস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বা অন্যান্য সংস্থাগুলি দীর্ঘদিন ধরে গাজার বেসামরিক জনগণের উপর যে মানবিক দুর্ভোগ হচ্ছে এবং তারা যে অসামঞ্জস্যপূর্ণ আক্রমণের শিকার হচ্ছে তার প্রতি উদাসীন থাকতে পারি না। আমরা এই অর্থ এমন একটি মানবিক সংস্থাকে দান করতে চাই যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচায় এবং মাঠে সক্রিয় জরুরী সহায়তা প্রদান করে।’

আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ম্যাচের টিকিট বিক্রি থেকে নরওয়েজিয়ান ফেডারেশন কত আয় করবে বলে আশা করছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

নরওয়ে ফুটবল জানিয়েছে, ১১ অক্টোবর ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে তারা কাজ করছে। উল্লেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যার আসনসংখ্যা ২৬ হাজার। কিন্তু অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার জন্য এই ম্যাচে তিন হাজার টিকিট কম ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তার কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বাগতিক হতে পারে না ইসরায়েল। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে ম্যাচ তারা খেলেছে হাঙ্গেরিতে। ৪-২ ব্যবধানে ম্যাচটি জিতেছিল নরওয়ে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে আই-গ্রুপে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইসরায়েল। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইতালি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
শিক্ষাখাতে বিনিয়োগে আলোকিত সমাজ গড়া সম্ভব: চসিক মেয়র
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান
১০