বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৫৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস): বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ব্রিটিশ নারী ইথেল কাতেরহাম আজ বৃহস্পতিবার ১১৬তম জন্মদিন উদযাপন করেছেন। চলতি বছরের এপ্রিলের শেষের দিকে ব্রাজিলের নান ইনাহ ক্যানাবারো লুকাসের মৃত্যুর পর পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব পান ইথেল কাতেরহাম।

কাতেরহাম যেখানে বসবাস করেন, সেই কেয়ার হোম জানিয়েছে, কাতেরহাম তার বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গে কাটানোর কথা ছিল, নিজের মতো করে কাটানোর কথা ছিল।

লন্ডন থেকে এএফপি জানায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ফরাসি নারী জিন ক্যালমেন্ট ১২২ বছর ১৬৪ দিন বেঁচেছিলেন। তিনি ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর আগে ২১ আগস্ট ১৯০৯ সালে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিপটন বেলিঙ্গার গ্রামে কাতেরহামের জন্ম ।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ (জিআরজি) এবং লংগেভিকোয়েস্ট ডাটাবেজ অনুসারে, গত এপ্রিলে ১১৬ বছর বয়সী ক্যানাবারো লুকাসের মৃত্যুর পর কাতেরহাম এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

লন্ডনের দক্ষিণে অবস্থিত সারে কেয়ার হোম জানিয়েছে, এ বছর ১১৬তম জন্মদিন উদযাপনে তার প্রতি দেখানো সকল ভালোবাসাপূর্ণ বার্তা এবং তার ব্যাপারে আগ্রহের জন্য ইথেল ও তার পরিবার সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।

তারা আরও জানায়, রাজা তৃতীয় চার্লসের জমানায় বসবাস করা এই নারী রাজা সপ্তম এডওয়ার্ডের শাসনামলও দেখেছেন। গত বছর ১১৫তম জন্মদিন পালনের সময় রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন তিনি।

দীর্ঘ জীবন পাওয়ার রহস্যের ব্যাপারে তিনি বলেন, কখনো কারো সঙ্গে তর্কে জড়াই না। আমি শুনি এবং নিজের পছন্দ অনুসারে কাজ করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
খুলনায় কেডিএ ও কেসিসির অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন
মোল্লাহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
যুদ্ধবিরতি বার্ষিকীতে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল হামলা চালিয়েছে
শেরপুরে পাখি না মারার শর্তে মুচলেকায় ছাড়া পেলেন দুই শিকারি
টাঙ্গাইলে নতুন রূপে উন্মুক্ত হল পাঠকবান্ধব লাইব্রেরি
নির্বাচনী প্রচারে নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা বিএনপির
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান
১০