কুমিল্লায় চার মাদক কারবারি গ্রেফতার 

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৩৮
ছবি : বাসস

কুমিল্লা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০  কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের নুর ইসলামের ছেলে বোরহান (৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে মো. কাউছার (২৮), একই গ্রামের সিন্টু মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া (৩২) ও  ছাহেদ মিয়ার ছেলে মো. মাছুম (১৯)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এসআই নিংওয়াই মারমা তার  ফোর্স নিয়ে ঘোড়াশাল-শ্রীকাইল সড়কের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বাধনসহ ৭ জন রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের নবীনবরণ
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
জুলাই আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের
যশোরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা  
রেমিট্যান্স প্রবাহ: নভেম্বরের প্রথম ৪ দিনে এসেছে ৪৬১ মিলিয়ন ডলার
কাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
১০