সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৪৩
ছবি : বাসস

সাতক্ষীরা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা এবং বাকাল বিওপির বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালী ও মজুমদার খাল থেকে ভারতীয় মদ, মাদরা বিওপির আভিযানিক দল সদর থানাধীন শ্মশ্বান থেকে ফেনসিডিল, তলুইগাছা বিওপির আভিযানিক দল কলারোয়ার চারাবাড়ি থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়ার গেড়াখালী, বাহাদুর মোড় থেকে ওষুধ ও শাড়ি, বৈকারী বিওপির আভিযানিক দল বলদঘাটা থেকে ওষুধ, মাদরা বিওপির আভিযানিক দল কলারোয়ার চাঁন্দা থেকে ওষুধ জব্দ করে।  

এছাড়া বৈকারী বিওপির আভিযানিক দল বলদঘাটা থেকে ওষুধ, সুলতানপুর বিওপির আভিযানিক দল শ্মশান থেকে ওষুধ, চান্দুরিয়া বিওপির আভিযানিক দল কলারোয়ার গোয়ালপাড়া ও কাদপুর থেকে ওষুধ, বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল সদরের শ্রীরামপুর থেকে ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১১ লাখ ২২ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।  

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা উক্ত মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংস করতে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বাধনসহ ৭ জন রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের নবীনবরণ
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
জুলাই আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের
যশোরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা  
রেমিট্যান্স প্রবাহ: নভেম্বরের প্রথম ৪ দিনে এসেছে ৪৬১ মিলিয়ন ডলার
কাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
১০