সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৪৩
ছবি : বাসস

সাতক্ষীরা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা এবং বাকাল বিওপির বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালী ও মজুমদার খাল থেকে ভারতীয় মদ, মাদরা বিওপির আভিযানিক দল সদর থানাধীন শ্মশ্বান থেকে ফেনসিডিল, তলুইগাছা বিওপির আভিযানিক দল কলারোয়ার চারাবাড়ি থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়ার গেড়াখালী, বাহাদুর মোড় থেকে ওষুধ ও শাড়ি, বৈকারী বিওপির আভিযানিক দল বলদঘাটা থেকে ওষুধ, মাদরা বিওপির আভিযানিক দল কলারোয়ার চাঁন্দা থেকে ওষুধ জব্দ করে।  

এছাড়া বৈকারী বিওপির আভিযানিক দল বলদঘাটা থেকে ওষুধ, সুলতানপুর বিওপির আভিযানিক দল শ্মশান থেকে ওষুধ, চান্দুরিয়া বিওপির আভিযানিক দল কলারোয়ার গোয়ালপাড়া ও কাদপুর থেকে ওষুধ, বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল সদরের শ্রীরামপুর থেকে ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১১ লাখ ২২ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।  

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা উক্ত মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংস করতে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০