নওগাঁয় পানি সম্পদ আইন বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৪০
ছবি : বাসস

নওগাঁ, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : পানি সম্পদের টেকসই ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে নওগাঁর সাপাহারে ‘বাংলাদেশ পানি আইন ২০১৩ ও পানি বিধিমালা ২০১৮ অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম  আহমেদ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান।

কর্মশালায় ওয়ারপো পরিচালিত একটি সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়। সাপাহার উপজেলার ৫ ইউনিয়নের পানি ব্যবস্থাপনার বাস্তব চিত্র তুলে ধরা হয়। এই সমীক্ষার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। 

এছাড়াও কর্মশালায় প্রাপ্ত সুপারিশগুলো একত্রিত করে একটি রোডম্যাপ তৈরির প্রস্তাব করা হয়। যা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ওয়ারপোর পরিচালক (পরিকল্পনা) নূর আলম, ওয়ারপো’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সাইদুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএমডিএ কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল গাফ্ফার, উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা পানির সংকট মোকাবিলায় আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

অংশগ্রহণকারীরা উপজেলার পানি সংকট নিরসনে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০