মেলবোর্নের কাছে হেরে সেমির সমীকরণ কঠিন করে ফেলল বাংলাদেশ ‘এ’

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৪৬ আপডেট: : ২১ আগস্ট ২০২৫, ১৯:৫৩

ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় হারে সেমিফাইনালে খেলার সমীকরণ কঠিন করে ফেলেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল।

সিরিজে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মেলবোর্ন স্টারস একাডেমির কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর ফলে ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে তারা। লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচ জিতলেও, অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ ওভারে ২৭ রানের সূচনা পায় বাংলাদেশ। ১৩ বলে ১৩ রান করে প্রথম আউট হন ওপেনার জিশান আলম। আরেক ওপেনার মোহাম্মদ নাইম ২১ বলে ১৯ রান করেন।

দুই ওপেনারের পর আফিফ হোসেন খালি হাতে সাজঘরে ফিরেন। এতে ৫০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৬৩ রানের জুটি গড়েন সাইফ হাসান ও অধিনায়ক নুরুল হাসান। ৪টি চারে ৩৩ রান করা নুরুলের বিদায়ে ভাঙ্গে জুটি। 

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৫ রানে আউট হন সাইফ। ৩৫ বল খেলে ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। 

সাইফ ও নুরুলের বিদায়ের পর শেষ দিকে ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ২৯ রান তুলে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন ইয়াসির আলি। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান পায় বাংলাদেশ। হামিশ ম্যাকেঞ্জি ৩ উইকেট নেন। 

১৫৭ রানের টার্গেটে ৮১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে মেলবোর্ন। কিন্তু পাঁচ নম্বরে নামা জনাথন মিরলোর মারমুখী হাফ-সেঞ্চুরি ও শেষ দিকে ক্রিস হাউয়ের ছোট ইনিংসের সুবাদে ৪ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় মেলবোর্ন। 

মিরলো ৩৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬১ রান করেন। হাউয়ের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৫ রান। এছাড়াও ওপেনার ও অধিনায়ক স্যাম হার্পার ২৯ রান করেন। 

বোলিংয়ে বাংলাদেশের হাসান মাহমুদ ও রাকিবুল হাসান ২টি করে এবং মুশফিক হাসান-সাইফ হাসান ও তোফায়েল আহমেদ ১টি করে উইকেট নেন।

আগামী ২৩ আগস্ট লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০