ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন আর্সেনাল ফরোয়ার্ড কেই হাভার্টজ। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২৬ বছর বয়সী হাভার্টজ বুধবার এমিরেটস স্টেডিয়ামে উন্মুক্ত ট্রেনিং সেশনে অনুপস্থিত ছিলেন। ইনজুরির মাত্রা নিয়ে অবশ্য আর্সেনালের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
ইএসপিএন’র একটি সূত্র জানিয়েছে ইনজুরির বিষয়টি স্থিতিশীল হবার জন্য ক্লাব অপেক্ষা করছে। এরপরই পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় সমস্যার মাত্রা সম্পর্কে চূড়ান্তভাবে জানা যাবে।
যতদিনই হাভার্টজ মাঠের বাইরে থাকুক না কেন সেটাই গানার্সদের জন্য দু:শ্চিন্তার বিষয়। জানুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচার করানো গ্যাব্রিয়েল জেসুস এখনো দলে ফিরতে পারেননি। এখন আবার হাভার্টজের ইনজুরিতে আর্সেনাল কিছুটা বিপাকেই পড়েছে।
হাভার্টজের অনুপস্থিতিতে সদ্য ৬৩ মিলিয়ন ইউরোতে দলে আসা ভিক্টর গায়োকেরেস একমাত্র স্বীকৃত সেন্টার-ফরোয়ার্ড হিসেবে আর্সেনালের হাতে রয়েছে। যদিও লিনড্রো ট্রোসার্ড ও গ্যাব্রিয়েল মার্টিনেলিকে তাদের নির্ধারিত পজিশন থেকে কিছুটা এগিয়ে খেলানোর ইঙ্গিত পাওয়া গেছে।
এর মাধ্যমে আর্সেনালের সামনে সুযোগ এসেছে হাভার্টজের জায়গায় নতুন করে কোন খেলোয়াড়কে নিয়ে চিন্তা করার। ইতোমধ্যেই গানার্সদের পক্ষ থেকে ক্রিস্টাল প্যালেসের এবেরেচি এজের প্রতি আগ্রহ দেখানো হয়েছে। যদিও এ্যাটাকিং এই মিডফিল্ডারকে দলে নিতে টটেনহ্যাম হটস্পার অনেকটাই এগিয়ে গেছে।
এছাড়া নিউক্যাসলের আলেক্সান্দার ইসাকও তালিকায় ছিলেন। যদিও ইসাকের লিভারপুলে যোগ দেয়া এখন সময়ের ব্যপার।
ফেব্রুয়ারিতে দুবাইয়ে ক্লাবের অনুশীলন সফরে হ্যামস্ট্রিংয়ের গুরুতর ইনজুরিতে পড়েছিলেন হাভার্টজ। কিন্তু সময়ের থেকে আগেই ফিট হয়ে তিনি দলে ফিরে আসেন।
রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে জার্মান জাতীয় দলের এই স্ট্রাইকার শেষ ৩০ মিনিট মাঠে ছিলেন।