নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:৩০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সেজন্য নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কমিশনের কাছে প্রস্তাব দিয়েছিলাম ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন আয়োজনের জন্য একটি টাইমলাইন দিতে। তবে সরকার যদি মনে করে প্রস্তুতি শেষ হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন দিতে চায়, তাতেও জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই।

প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা জনমত তৈরির মাধ্যমে এ দাবিকে জোরালো করছি। শুধু সরকারের কাছে নয়, জনগণের কাছেও আমরা বিষয়টি তুলে ধরেছি। সারা দেশে আমাদের সভা-সমাবেশে এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেছি। জনগণও ধীরে ধীরে এই পদ্ধতির পক্ষে অবস্থান নিচ্ছেন। জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে নতুন রাজনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছে। মানুষ এখন একটি সুন্দর ও আধুনিক রাজনৈতিক ব্যবস্থা দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের মানুষ এখন পিআর পদ্ধতির পক্ষে মত দিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
১০