ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : সরকারের সমন্বিত উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়া থেকে মোট ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
লিবিয়ায় বৈধ কাগজপত্র ছাড়াই অবস্থানরত এসব বাংলাদেশি আজ সকাল সোয়া ৬টায় বেনগাজি থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিরিয়ে আনা অধিকাংশ বাংলাদেশি মানব পাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদেরকে পাচারকারীরা সমুদ্রপথে ইউরোপে পাঠানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যায়। এদের অনেকেই লিবিয়ায় অবস্থানকালে অপহরণ, নির্যাতন ও শোষণের শিকার হয়েছেন।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা উপস্থিত থেকে ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ করেন।
কর্মকর্তারা তাদের উদ্দেশ্যে বলেন, অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে যেন তারা নিজেদের দুঃখজনক অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করেন।
আইওএম প্রত্যেককে ভ্রমণ ভাতা, খাদ্যসামগ্রী, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং অস্থায়ী আশ্রয় সহায়তা প্রদান করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিদেশে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগীদের সাথে কাজ চালিয়ে যাবে।’