ডাকসু ও হল সংসদ নির্বাচন : সাইবার বুলিং ঠেকাতে কড়া পদক্ষেপ

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:৩০
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। 

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা ও সাইবার বুলিং প্রতিরোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ ও ‘শিক্ষার্থী সংসদ-২’সহ কয়েকটি অনলাইন পেজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া, নির্বাচনে প্রভাব ফেলতে পারে- এমন অভিযোগে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সকল কার্যক্রম ও শাটল সার্ভিসও ওই সময় পর্যন্ত স্থগিত রাখা হবে। ক্যাম্পাসে প্রার্থীদের স্থাপন করা বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী বা পক্ষ স্বেচ্ছায় সেবামূলক কাজ, উপঢৌকন বিলি, অর্থ সহযোগিতা কিংবা আপ্যায়ন করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে।

প্রচারণা সংক্রান্ত সময়সীমাও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৫ আগস্ট পর্যন্ত কেউ প্রচারণা চালাতে পারবে না। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন। 

তবে এ সময়েও সামাজিক বা আর্থিক সহযোগিতা, মজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

প্রশাসন জানিয়েছে, এসব নিয়ম ভঙ্গ করলে, তা নির্বাচন আচরণবিধি ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে। 
নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০