ডাকসু ও হল সংসদ নির্বাচন : সাইবার বুলিং ঠেকাতে কড়া পদক্ষেপ

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:৩০
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। 

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা ও সাইবার বুলিং প্রতিরোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ ও ‘শিক্ষার্থী সংসদ-২’সহ কয়েকটি অনলাইন পেজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া, নির্বাচনে প্রভাব ফেলতে পারে- এমন অভিযোগে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সকল কার্যক্রম ও শাটল সার্ভিসও ওই সময় পর্যন্ত স্থগিত রাখা হবে। ক্যাম্পাসে প্রার্থীদের স্থাপন করা বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী বা পক্ষ স্বেচ্ছায় সেবামূলক কাজ, উপঢৌকন বিলি, অর্থ সহযোগিতা কিংবা আপ্যায়ন করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে।

প্রচারণা সংক্রান্ত সময়সীমাও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৫ আগস্ট পর্যন্ত কেউ প্রচারণা চালাতে পারবে না। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন। 

তবে এ সময়েও সামাজিক বা আর্থিক সহযোগিতা, মজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

প্রশাসন জানিয়েছে, এসব নিয়ম ভঙ্গ করলে, তা নির্বাচন আচরণবিধি ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে। 
নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০