ডাকসু ও হল সংসদ নির্বাচন : সাইবার বুলিং ঠেকাতে কড়া পদক্ষেপ

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:৩০
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। 

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা ও সাইবার বুলিং প্রতিরোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ ও ‘শিক্ষার্থী সংসদ-২’সহ কয়েকটি অনলাইন পেজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া, নির্বাচনে প্রভাব ফেলতে পারে- এমন অভিযোগে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সকল কার্যক্রম ও শাটল সার্ভিসও ওই সময় পর্যন্ত স্থগিত রাখা হবে। ক্যাম্পাসে প্রার্থীদের স্থাপন করা বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী বা পক্ষ স্বেচ্ছায় সেবামূলক কাজ, উপঢৌকন বিলি, অর্থ সহযোগিতা কিংবা আপ্যায়ন করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে।

প্রচারণা সংক্রান্ত সময়সীমাও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৫ আগস্ট পর্যন্ত কেউ প্রচারণা চালাতে পারবে না। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন। 

তবে এ সময়েও সামাজিক বা আর্থিক সহযোগিতা, মজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

প্রশাসন জানিয়েছে, এসব নিয়ম ভঙ্গ করলে, তা নির্বাচন আচরণবিধি ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে। 
নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান
তারুণ্যের উৎসব উপলক্ষে কুমিল্লায় যুব সমাবেশ
ট্রাম্পকে পরাজিত করার পথ দেখিয়েছে নিউইয়র্ক : মামদানি
যুক্তরাজ্যের শীর্ষ ধনী পরিবারের প্রধান জিপি হিন্দুজার মৃত্যুবরণ
কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে  এক নারী নিহত
১০