সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণা মামলার পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:৫৭

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫(বাসস) : সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতারণা মামলার পলাতক এজাহারভুক্ত আসামি গোলাম আহমেদ সাব্বিরকে (৫৭) রাজধানীর ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি রংপুর মেট্রো এন্ড জেলা পুলিশের একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাকে গ্রেফতার করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃত গোলাম আহমেদ সাব্বির নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেন। এজন্য মো. আব্দুস সালাম ও মো. রায়হান আলী তাকে মোট ৪০ লাখ টাকা প্রদান করে। এর মধ্যে নগদ ১৫ লাখ ১০ হাজার টাকা এবং বাকি ২৪ লাখ ৯০ হাজার টাকা অভিযুক্তের নামে খোলা আল-আরাফা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেয়া হয়। অর্থ গ্রহণের পর সালামকে সিলেট অঞ্চলে উপ-খাদ্য পরিদর্শক পদে এবং রায়হানকে খুলনা অঞ্চলে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু তারা কর্মস্থলে যোগদান করতে গেলে নিয়োগপত্র দুটি ভুয়া প্রমাণিত হয়। 

এ ঘটনায় প্রতারিত ভিকটিমগণ রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত সাব্বিরের স্থায়ী ঠিকানা নেই। জামিনে মুক্তির পর তিনি রাজধানীতে ভাড়াটিয়া হিসেবে থেকে পলাতক ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
১০