ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : মোবাইল ব্যাংকিং এজেন্ট অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূল হোতা মাসুদ রানা হৃদয়কে (২৮) আজ গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রতারক চক্রের সদস্য মাসুদ ব্যবসায়ি বাহাউদ্দিনের বিকাশ ও নগদের দোকানে একাধিকবার লেনদেন করেন। সবশেষ ২৩ মার্চ রাতে বাহাউদ্দিনের অগোচরে তার নগদ এজেন্ট নম্বরে একটি ওটিপি পাঠিয়ে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়।
পরে তারা দ্রুত তার অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বিভিন্ন নম্বরে স্থানান্তর করে। ঘটনার পর বাহাউদ্দিন এটিইউর মোবাইল অ্যাপে অভিযোগ করেন। একই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার পর এটিইউর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা মাসুদ রানাকে খিলগাঁও থানার জোড়ভিটা ত্রিমোহনী এলাকা থেকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।