মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূল হোতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ২৩:৫৬

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : মোবাইল ব্যাংকিং এজেন্ট অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূল হোতা মাসুদ রানা হৃদয়কে (২৮) আজ গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রতারক চক্রের সদস্য মাসুদ ব্যবসায়ি বাহাউদ্দিনের বিকাশ ও নগদের দোকানে একাধিকবার লেনদেন করেন। সবশেষ ২৩ মার্চ রাতে বাহাউদ্দিনের অগোচরে তার নগদ এজেন্ট নম্বরে একটি ওটিপি পাঠিয়ে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়।

পরে তারা দ্রুত তার অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বিভিন্ন নম্বরে স্থানান্তর করে। ঘটনার পর বাহাউদ্দিন এটিইউর মোবাইল অ্যাপে অভিযোগ করেন। একই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার পর এটিইউর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা মাসুদ রানাকে খিলগাঁও থানার জোড়ভিটা ত্রিমোহনী এলাকা থেকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
কাকরাইলে সেনাবাহিনীর ৫ সদস্য আহত: আইএসপিআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে কার্গো বোটসহ ৭ পাচারকারী আটক
ভিপি নূরের ওপর হামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
উত্তরায় জিয়ার আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
১০