ঢাকা (উত্তর), ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
আজ শুক্রবার বিকালে রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোড থেকে এ লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়ে রাজলক্ষী, আজমপুর, বিএনএস সেন্টার, হাউজ বিল্ডিং হয়ে বিডিআর মার্কেটে এসে শেষ হয়।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, এই কর্মসূচির লক্ষ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রচার এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার জনগণের কাছে পৌঁছে দেওয়া।
তিনি বলেন, ৩১ দফায় দলীয় যে নির্দেশনা রয়েছে তা আগামী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রকাঠামো মেরামতের উদ্দেশ্য ও এর মাধ্যমে জনগণ কী ধরনের উপকার পাবে তা জানাতে হবে।
তিনি বলেন, এদেশের জনগণ শান্তিতে বসবাস করতে চায়। আমরা জনগণের জন্য রাজনীতি করি, ব্যক্তির জন্য করি না। সবাইকে নিয়ে আমরা দেশ উন্নয়নের জন্য কাজ করব।
কোনো সন্ত্রাসী কোন কোন চাঁদাবাজ, কোন জমি দখলকারী বিএনপিতে স্থান হবে না বলে উল্লেখ করেন তিনি।
আলোচিত এই প্রোগ্রামে বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং উত্তরার বিভিন্ন থানা ও ওয়ার্ডের জনশক্তিসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।