চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রামের পতেঙ্গায় যৌথ অভিযানে মায়ানমারগামী কার্গো বোটসহ সাতজন পাচারকারীকে আটক করেছে। এসময় প্রায় ৫১ লাখ টাকার খাদ্যসামগ্রী, বস্ত্র ও পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পুলিশের সমন্বয়ে কর্ণফুলী চ্যানেলের কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা,
৪৮০ পিস লুঙ্গি ও ৪০০ পিস শাড়ি।
এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। আটক সাত পাচারকারীসহ জব্দকৃত বোট ও মালামাল আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত ও সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ড সবসময় সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।