পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে কার্গো বোটসহ ৭ পাচারকারী আটক

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০০:৫৪

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রামের পতেঙ্গায় যৌথ অভিযানে মায়ানমারগামী কার্গো বোটসহ সাতজন পাচারকারীকে আটক করেছে। এসময় প্রায় ৫১ লাখ টাকার খাদ্যসামগ্রী, বস্ত্র ও পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পুলিশের সমন্বয়ে কর্ণফুলী চ্যানেলের কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা,
৪৮০ পিস লুঙ্গি ও ৪০০ পিস শাড়ি।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। আটক সাত পাচারকারীসহ জব্দকৃত বোট ও মালামাল আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত ও সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ড সবসময় সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় বেড়েছে পূজামণ্ডপের সংখ্যা, ব্যস্ত প্রতিমা কারিগররা
লক্ষ্মীপুরে আগুনে ১০ দোকান পুড়ে ছাই
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১২ গবেষক
দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, সামগ্রিক সংস্কৃতির অংশ : বকুল
সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু
ইইউ প্রাক নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের সঙ্গে ইসি কর্মকর্তাদের বৈঠক শুরু
আলোচনার মাধ্যমেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত: জার্মানি
পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, আহত ১৮
বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, নারায়ণগঞ্জে ৪ স্তরের নিরাপত্তা 
১০