রাজশাহী, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরের থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান পিপিএম বলেন, রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক নিয়ন্ত্রণ মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।