চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা 

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:৫২

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

আজ রোববার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় এক নারী শিক্ষার্থীর সঙ্গে নিরাপত্তা প্রহরীর বাকবিতণ্ডা চলাকালীন তার সহপাঠী প্রতিবাদ জানায়। তখন স্থানীয় কিছু সন্ত্রাসী উসকানিতে মসজিদের মাইক ব্যবহার করে সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলার ফলে শতাধিক শিক্ষার্থী আহত হন এবং অনেককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা নিন্দনীয় ও অনভিপ্রেত। এটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা প্রমাণ করে এবং শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

নেতৃবৃন্দ দাবি জানান, চলমান এই হামলার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হবে। তারা সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাস এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। যাতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১, আহত ৪০
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও
আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
রংপুরে মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
১০