বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০
ছবি : সংগৃহীত

দিনাজপুর, ৩ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আনসার ও ভিডিপি বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান পিভিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ সকালে তাল বীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

জেলা আনসার ও ভিডিপি বাহিনীর আয়োজনে নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামসহ ওই এলাকার বিভিন্ন সড়কে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভীন, উপজেলা প্রশিক্ষক মো. মোরশেদ জামিল ও সাহেরা খাতুনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলার নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভীন বলেন, জেলা আনসার ও  ভিডিপি কার্যালয় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নের অধীন প্রত্যেকটি গ্রামের রাস্তার দুই পাশে এবং সরকারি পরিত্যক্ত জায়গাগুলোতে প্রাথমিকভাবে তাল বীজ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি পর্যায়ক্রমে জেলার সর্বত্রই ছড়িয়ে যাবে। এ কর্মসূচি বাস্তবায়নে জেলায় মোট ৩ হাজার তাল বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলায় তাল বীজ রোপণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো।

দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নূরুজ্জামান বলেন, জেলার প্রায় সবগুলো উপজেলা থেকে তাল গাছ বিলুপ্তির পথে। ফলে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে তাল গাছ রোপণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। সারাদেশের মত উত্তরের জনপদ দিনাজপুর জেলার পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বজ্রপাতের মত ভয়াবহ দুর্ঘটনা রোধ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি এ উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার আহ্বান জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
ফার্নিচার কর্মচারী হত্যা : অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ
যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায় : রুহুল কবির রিজভী
পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার
ভোলা উপকূলের নদী উত্তাল, অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ 
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন
বাণিজ্য অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ায় ওয়াল স্ট্রিটের শেয়ারে পতন 
গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাছুর ও ওষুধ বিতরণ
১০