মানুষ জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে : নার্গিস বেগম

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২ আপডেট: : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার যশোর জেলা বিএনপি’র উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। ছবি : বাসস

যশোর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, অস্ত্র হাতে লড়াই করেছেন। দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, দেশপ্রেমের মাত্রা যে শতভাগ হতে হয়, তার উজ্জল দৃষ্টান্ত জিয়াউর রহমান। সে কারণেই দেশের মানুষ আজও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে যশোর জেলা বিএনপি আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নার্গিস বেগম বলেন, গ্রামে গ্রামে বৃক্ষরোপণের মাধ্যমে বনায়নের যে কার্যক্রম তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়। বৃক্ষরোপণের এই কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শহরের লালদিঘি পাড়ে জেলা বিএনপি অফিসের সামনে চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রধান অতিথি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের হাতে এক হাজার ৭৫০টি গাছের চারা তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
টিএনজেড গ্রুপ, ডার্ড গ্রুপ ও রোর ফ্যাশন লি. মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ সরকারের
টি-টোয়েন্টি দলেও ফিরলেন টেইলর
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বিশ্বকাপের প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৩টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বিএনপির টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ  
দেশে এলপিজির দাম কমলো
১০