আফগানিস্তানে ভূমিকম্পে ৮শ’র ও বেশি নিহত

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৫

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে ৮শ’ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজার ৫শ’ জনেরও বেশি আহত হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর কয়েকদফা আফটারশক হওয়ার পর বড় ধরনের উদ্ধার অভিযান চলছে। প্রত্যন্ত পার্বত্য এলাকার বেশকিছু বাড়িঘর ধসে পড়েছে। তালেবান কর্তৃপক্ষ একথা জানায়।

আফগানিস্তানের জালালাবাদ থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

শক্তিশালী এই ভূমিকম্প মধ্যরাতে আঘাত হানলে কাবুল থেকে প্রতিবেশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বেশ কয়েকটি ভবনকেও ঝাঁকুনি দেয়।

মার্কিন ভূ-তাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ১২ লক্ষেরও বেশি মানুষ এই কম্পন অনুভব করেছে।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত কুনার প্রদেশে ভোর চারটার দিকে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৮শ’ নিহত এবং ২,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের পূর্বাঞ্চলে। 

মুখপাত্র আরো জানান পাশ্ববর্তী নানগাহারে আরো ১২ জন নিহত এবং ২শ’ ৫৫ জন আহত হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন এএফপি’কে জানিয়েছেন, ‘বিপুল সংখ্যক বাড়িঘর ধ্বংস হয়েছে।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।’ ‘এই শোকের মুহূর্তে আমরা আমাদের আফগান ভাইবোনদের সাথে সংহতি প্রকাশ করছি এবং আমরা এই বিষয়ে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। ’ভূূমিকম্পে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী আফগানিস্তানের এলাকাগুলোতে মাটি ও পাথরের ঘরবাড়ি ভেঙে পড়ে। 

২০২২ সালের জুনের পর থেকে এটি আফগানিস্তানের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প ছিল। তখন ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে দেশে কমপক্ষে ১,০০০ মানুষ মারা গিয়েছিল।

এই ধ্বংসযজ্ঞের ফলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন।
গুতেরেস এক্স-এ লিখেছেন, ‘আফগানিস্তানে জাতিসংঘের দল তৎপর এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অভাবীদের সহায়তা করার জন্য কোনো ত্রুটি থাকবে না।’ 

আফগানিস্তানে মারাত্মক ভূমিকম্পের ঝুঁকি থাকে বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায়। সেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

গত বছর এর পশ্চিমাঞ্চলে ধারাবাহিক ভূমিকম্পে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল। ধারনা করা হচ্ছে, বিভিন্ন সংস্থা বা দেশ থেকে সহায়তা পেলে এই দুর্যোগপূর্ণ দেশটির সম্পদকে আরো প্রসারিত। 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান এবং ইরান থেকে ফেরত আসা ৪০ লক্ষেরও বেশি আফগান নাগরিক ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে বসবাস করছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা সতর্ক করে এক বিবৃতিতে এএফপি’কে জানিয়েছে, প্রত্যন্ত কুনার প্রদেশের গ্রামগুলোতে মারাত্মক ক্ষতি হয়েছে। ‘ধ্বংস্তুপের কারণে এই গ্রামগুলোতে প্রবেশ করা অত্যন্ত দুরুহ ব্যাপারে পারিণত হয়েছে।’

ইজাজ উলহক এএফপি’কে বলেছেন, ‘আমাদের শঙ্কা ও টেনশন শুধু শিশু ও মহিলাদের নিয়ে। কারণ, আমরা আমাদের জীবনে কখনো এই ধরনের পরিস্থিতির শিকার হইনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার, ঢাকা ও পাবনায় দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’কে ফুলেল শুভেচ্ছা জানালো এনসিপি
আঞ্চলিক শীর্ষ সম্মেলনে পশ্চিমা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন শি ও পুতিন
ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনগণের জয় হবেই : গয়েশ্বর
ডিএমপি’র এডিসি শেখ রাজীবুল হাসান সাময়িক বরখাস্ত
১০