ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ রাজশাহী ও বাগেরহাট জেলায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করেছে।
রাজশাহীর চারঘাট পৌরসভায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়।
অভিযানে পৌরসভা কার্যালয় থেকে প্রকল্প সংক্রান্ত নথি সংগ্রহ, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য গ্রহণ এবং সরেজমিনে পানি সরবরাহকারী পাম্প, লাইন ও রিজার্ভ ট্যাংক পরিদর্শন করা হয়। এ সময় সেবাগ্রহীতাদের বক্তব্য থেকেও জানা যায় যে প্রকল্প সমাপ্ত হলেও তারা প্রত্যাশিত পানি সরবরাহ পাচ্ছেন না। পরিদর্শন শেষে প্রকল্প বাস্তবায়নে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। টিম সব রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
অপরদিকে, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম, হয়রানি ও ভুয়া চিকিৎসা সনদ ব্যবহার করে রোগীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার অভিযোগে বাগেরহাট জেলা কার্যালয় থেকে আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তিকৃত রোগীদের খাবার ও চিকিৎসাসেবা প্রদানে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি অভিযোগে উল্লিখিত ফিজিশিয়ানের চেম্বার পরিদর্শনকালে সেটি বন্ধ পাওয়া যায়, তবে তার সহকারীর কাছ থেকে ভিজিটিং কার্ড ও ব্যবহৃত নোটপ্যাড সংগ্রহ করা হয়।
অভিযানে ভুয়া চিকিৎসা সনদ ব্যবহারের অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এনফোর্সমেন্ট টিম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেবে।
দুদক জানিয়েছে, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।