মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৮

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কিডনি রোগীদের জন্য স্বল্প মূল্যে ডায়ালাইসিস সুবিধা ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঢাকার মহাখালীতে ‘কম্প্রিহেনসিভ কিডনি কেয়ার সেন্টার’ স্থাপন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ।

আজ মঙ্গলবার গুলশানে নগর ভবনের সম্মেলন কক্ষে এ লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ডিএনসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান (অতিরিক্ত দায়িত্ব) এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ও সিইও মো. আসাদুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এবং সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

সমঝোতা অনুযায়ী প্রথম পর্যায়ে মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু হবে, যেখানে স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা প্রদান করা হবে।

পরবর্তী ধাপে এটিকে বিশ্বমানের কিডনি চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, '৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টারকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের জন্য ডিএনসিসি সব ধরনের সহায়তা করবে। সোনার বাংলা ফাউন্ডেশনের সঙ্গে এ অংশীদারিত্ব কিডনি চিকিৎসা ও ডায়ালাইসিস সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি মাইলফলক পদক্ষেপ।'

তিনি আরও বলেন, 'শহরের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই উদ্যোগ সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে এবং ঢাকাকে একটি ন্যায্য শহর হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।'

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী তার বক্তব্যে এ উদ্যোগের পটভূমি তুলে ধরেন এবং সোনার বাংলা ফাউন্ডেশনের মহৎ ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল। তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রবাসীদের সহায়তায় ফাউন্ডেশনটি ইতোমধ্যে দেশের স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মো. আসাদুল ইসলাম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডিএনসিসি হাসপাতালে নতুন সেবা চালুর রূপরেখা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনার বাংলা ফাউন্ডেশনের প্রতিনিধি, কিডনি রোগ বিশেষজ্ঞ, স্বাস্থ্যখাতের বিশিষ্টজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০