রাজশাহী, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়া ব্যাপক অবদান রেখে ইতিমধ্যেই দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্বের কারণেই বিএনপি আজ দেশের মানুষের কাছে জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিনত হয়েছে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রকে বিকশিত এবং দেশের সার্ভভৌমত্ব রক্ষা করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। ৪৭ বছর ধরে বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। দেশনায়ক তারেক রহমান শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন রাজনীতির পথ অনুসরণ করে দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশকে মুক্ত করতে সক্ষম হয়েছেন।
সেলিমা রহমান বলেন, তারেক রহমান দেশের উন্নয়নে যে ৩১ দফা দিয়েছেন সেই ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ৩১ দফা সম্পর্কে মানুষকে জানাতে হবে। আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে দেশ এগিয়ে যাবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করেছেন। বর্তমানে তারেক রহমান দলকে সুসংগঠিত করার জন্য কাজ করছেন এবং আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশ হবে সমৃদ্ধশালী।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা।
সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে সোনাদিঘী, মনিচত্বর ও জিরোপয়েন্টসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতাকর্মীদের হাতে ছিল বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড।
এর আগে সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়।