শেখ হাসিনা ১৫ বছর ধরে দেশকে পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন : রুহুল কবির রিজভী

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫
ছবি : বাসস

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীতাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ১৫ বছর ধরে বাংলাদেশকে নিজের পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন। তারা যা খুশি তাই করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উত্তরাঞ্চল স্টুডেন্টস ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগ তাদের শাষণ আমলে অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে অভিযোগ করে রুহুল কবির রিজভী আরো বলেন, আমরা এখনও মাঝে মাঝে তাদের লুটপাটের প্রমাণ পাই। সম্প্রতি শুনেছি যে, ১.৭ ট্রিলিয়ন টাকা পাচার হয়েছে এবং এখন শুনছি যে, শেখ হাসিনা ২.২ ট্রিলিয়ন টাকা পাচার করেছেন। আওয়ামী লীগ এমনকি তাদের সমর্থক অর্থনীতিবিদরাও কখনও বলতে পারেননি যে, বিএনপি’র পাঁচ বছরের শাসনামলে কোন বিশাল অঙ্কের অর্থ পাচার হয়েছে।

তারেক রহমানের মুক্তিবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই দিনটির রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে কারণ তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করেন, যা তাদের বিরোধীরা মেনে নিতে পারেনি।

বিএনপির সিনিয়র নেতা বিগত সময়ে জাতীয় পার্টির ভূমিকার সমালোচনা করে বলেন, গত ১৬ বছর ধরে তারা আওয়ামী ফ্যাসিবাদকে রক্ষা করার সহযোগী হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০