ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর আদাবরে দুর্বৃত্তের হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনায় ১০২ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও বিভাগের আদাবর থানা পুলিশ।
আদাবর থানার সুনিবিড় হাউজিং এলাকায় গতকাল সোমবার রাতে পুলিশ টহল দলের ওপর স্থানীয় কিছু দুর্বৃত্ত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য আল আমিনকে গুরুতর আহত করে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
আদাবর থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ওই থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
অভিযানে মো. মিজান মাতব্বর (২৮), মো. রাব্বি (২১), মো. রবিউল ইসলাম ওরফে রবি মন্ডল (৫০), জুয়েল সরদার (২৬), সবুজ মিয়া (২৬), মোছা. রিনা বেগম (৩০), ফজলু শেখ (৩৮), নাজমুল হুদা (৪২), মো. মনতাজ আলী (৫০), মো. রাইমুল (২৭), আলমগীর শরীফ (৪৩), মো. আরিফ (২৪), মো. রাজন ব্যাপারী (২৯), মো. শরিফ (১৮) ও নাদিম আলীসহ (৩০) মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৫টি লাঠি, ১২টি সামুরাই তলোয়ার, ১১টি রড এবং দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারদের মধ্যে ১ থেকে ৫ নম্বর আসামিকে নিয়মিত মামলায় এবং বাকি ৯৭ জনকে ডিএমপি অধ্যাদেশের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।