নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ছবি: কোলাজ

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড। তার নাকের হাড় পুরোপুরি ভেঙে গেছে, যে কারণে নাক বাঁকা হয়ে গেছে। তার মস্তিষ্ক পুরোপুরি কাজ করছে না। স্থির হয়ে বসতে ও শুনতে পারছেন না বলেও তিনি জানান। 

রাশেদ আজ বৃহস্পতিবার দুপুরে নুরের স্বাস্থ্যের অবস্থা নিয়ে গণমাধ্যমকে জানান, ‘আমি আজকে সকালে ভিপি নুরকে দেখতে আসি। আমার সামনেই তার নাক দিয়ে জমাট বাঁধা রক্ত বের হলো। সেখানে ঢাকা মেডিক্যালের পরিচালকসহ আরও অনেক ডাক্তার ছিলেন।’

রাশেদ খান বলেন, ‘আজ চিকিৎসকেরা নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আলোচনা করছিলেন। তখন আমি তাদের ডেকে দেখাই যে, নাক দিয়ে জমাট বাঁধা রক্ত পড়ছে। ডাক্তাররা সেটির ভিডিও করে নেন’। 

‘নুরুল হক নুর সুস্থ হওয়ার পথে, কিন্তু আসলে তা না’- জানান রাশেদ খান। তিনি বলেন, নুরুল হকের এখনও মাড়িতে ব্যথা, চোখের নিচে রক্ত জমাট বেঁধে আছে। হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন।

গত শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন নুরুল হক নুর। ওইদিন রাশেদ খানও আহত হন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনার প্রতিবাদ জানান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরকে চিকিৎসা দেয়ার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০